গুজরাটে বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু 

ফানাম নিউজ
  ২৬ জুলাই ২০২২, ১৩:১৯

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে নকল মদ পান করে অন্তত ২৬ জন মারা গেছে এবং ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যটিতে অ্যালকোহল বিক্রি এবং সেবন নিষিদ্ধ। সেখানে শুধু সরকার থেকে অনুমতি (লাইসেন্স) পাওয়া ব্যক্তিরা মদ পান করতে পারেন।

গুজরাটের স্বরাষ্ট্র সচিব রাজ কুমার রয়টার্সকে বলেন, সোমবারের ঘটনায় রাজ্যটির দুটি জেলার মানুষ ভুক্তভোগী। আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।

অবৈধভাবে উৎপাদিত অ্যালকোহল বা দেশীয় মদ পানে মৃত্যু ভারতে সাধারণ ঘটনা। সেখানে অল্প সংখ্যক মানুষই ব্র্যান্ডেড মদ কিনতে পারেন।

সূত্র : রয়টার্স