লোকসভার চার কংগ্রেস এমপি বরখাস্ত

ফানাম নিউজ
  ২৬ জুলাই ২০২২, ১১:২১

দ্রব্যমূল্যের দাম বাড়া নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ প্রদর্শনের কারণে লোকসভার চার কংগ্রেস সদস্যকে বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা গতকাল সোমবার (২৫ জুলাই) তাদেরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। ভারতে লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত

এ ঘটনার পরে ওই সদস্যরা সংসদ ভবনে গান্ধীজির মূর্তির সামনে অবস্থান নেন। তারা হলেন তামিলনাড়ুর মনিকম টেগোর ও জ্যোতিমনি এবং কেরালার রামাইয়া হরিদাস ও টি এন প্রতাপন।

রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী সদস্যরা বিক্ষোভ করেন এবং অবিলম্বে আলোচনার দাবি জানান। তারা সংসদের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবিও জানাচ্ছিলেন। অধিবেশনের প্রথম সপ্তাহের প্রতিদিনই
এ কারণে সভা মুলতবি করে দেওয়া হয়। পরে স্পিকার চার কংগ্রেস সদস্যকে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করেন।

এদিকে, সোমবার (২৫ জুলাই) ভারতের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে নির্বাচিত হওয়া প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদ মুর্মু শপথগ্রহণ করেন।

সূত্র: এনডিটিভি