শিরোনাম
যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়া দোনবাসের বাইরেও তাদের সামরিক অভিযান চালানোর যে ঘোষণা দিয়েছে সেটি ‘একেবারেই সত্যি না।’
কয়েকদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, তাদের সামরিক অভিযানের পরিধি দোনবাসের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে খেরসন এবং জাপোরিঝজিয়া অঞ্চলে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েই যেতে থাকে তাহলে রাশিয়ার সামরিক অভিযানের পরিধি আরও বাড়ানো হবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার তাদের গোয়েন্দা তথ্যে বলেছে, এটি একেবারেই সত্যি না। রাশিয়া তাদের যুদ্ধের পরিধি বাড়ায়নি; তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল, যেসব অঞ্চল দখল করেছে, লম্বা সময়ের জন্য সেগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, খুব সম্ভবত দখলকৃত অঞ্চলগুলোতে গণভোট আয়োজনের দ্বার উন্মুক্ত করতে লাভরভ যুদ্ধের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা