ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

ফানাম নিউজ
  ২৪ জুলাই ২০২২, ১৫:৪২

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সক্রিয় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মারিপোসা কাউন্টিতে ঘোষণা করা হয়েছে এই জরুরি অবস্থা।

শুক্রবার শুরু হওয়ার পর থেকেই দাবানল দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছেন।

শুরুতে এটি ৬০০ একরে ছড়িয়ে পড়লেও ২৪ ঘন্টায় তা বেড়ে এখন ১১,৯০০ একরে (৪,৮০০ হেক্টর) বিস্তৃত হয়েছে।

৬০০০-এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এই দাবানলে ইতোমধ্যে সংরক্ষিত দৈত্যাকার সিকোইয়াস গাছ (বিরল সুউচ্চ বৃক্ষ) হুমকির মুখে পড়েছে।

আগুন নেভানোর জন্য প্রায় ৪০০ দমকলকর্মী এবং চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্যালফায়ারের একজন মুখপাত্র নাতাশা ফাউটস বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এক সপ্তাহ সময় লাগতে পারে।

কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, খরা, জলবায়ু পরিবর্তন এবং প্রচুর গাছপালার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন রাজ্যে গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ চলছে। শনিবার মারিপোসায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আরও কয়েকদিন তাপমাত্রা এর নিচে নামবে না বলে ধারণা করা হচ্ছে।

জলাবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর ইউরোপেও তীব্র গরম পড়ছে। স্পেন, পর্তুগাল, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিতেও দাবদাহ দেখা দিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য। দেশটিতে ইতিহাসে এই প্রথম তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।