শিরোনাম
ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রাশিয়াকে বর্বর বলে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
ইউক্রেন থেকে সমুদ্রপথে খাদ্যশস্য রপ্তানি শুরু করার বিষয়ে রাশিয়ার সাথে চুক্তি সই হওয়ার পরদিনই শনিবার ইউক্রেনের বৃহৎ একটি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এই হামলার বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। তবে কিয়েভ বলেছে, চুক্তির স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও শস্য রপ্তানি পুনরায় শুরু করতে প্রস্তুতি চলছে।
কিন্তু শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এই দৃশ্যের পর চুক্তিতে লেগে থাকার জন্য মস্কোকে আর বিশ্বাস করা যায় না।
ভবিষ্যতে এ ধরনের ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করতে সবকিছু করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
বন্দর শহর ওডেসাতে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভ ও মস্কোর মধ্যে হওয়া এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
এই হামলায় বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় খবরে বলা হয়।
এই চুক্তিতে রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য বহনকারী কোনো মালবাহী জাহাজের ওপর আক্রমণ করবে না।
শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত এই চুক্তিটি সই হয়।
ইউক্রেনের ভেতরে যে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে আছে এই চুক্তির ফলে সেগুলো রপ্তানি করা শুরু হবে।
এই চুক্তিতে রাশিয়া খাদ্যশস্যবাহী ইউক্রেনীয় জাহাজে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে। আর ইউক্রেন অঙ্গীকার করেছে এসব জাহাজে অস্ত্র বহন করা হচ্ছে কি না রাশিয়াকে তারা সেটি পরীক্ষা করে দেখার অনুমতি দেবে।
যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া ইউক্রেনের উপকূলের কাছে কৃষ্ণসাগরে নৌ অবরোধ দিলে ইউক্রেনের রপ্তানি মুখ থুবড়ে পড়ে।