শিরোনাম
ইউক্রেন যুদ্ধে দৈনিক শত শত রুশ সেনা হতাহত হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতরের একজন সিনিয়র কর্মকর্তা এমন দাবি করেছেন।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাস ইউক্রেনের যুদ্ধে প্রতিদিন রাশিয়ার সামরিক বাহিনীর শত শত সদস্য হতাহত হচ্ছে। ঊধ্বর্তন পর্যায়ে ক্ষয়ক্ষতির ফলে চেইন অব কমান্ড নিয়ে বিপাকে পড়েছে তারা।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রায় পাঁচ মাসের মাথায় ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারণা ইউক্রেনে এ পর্যন্ত রুশ বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আনুমানিক আরও ৪৫ হাজার সদস্য। ইউক্রেনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে সিআইএ প্রধানের মন্তব্যের ব্যাপারে রাশিয়ার তরফে অবশ্য কোনও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই যুদ্ধে নিজেদের সেনাদের হতাহতের সংখ্যাও স্পষ্ট করেনি মস্কো।