ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফানাম নিউজ
  ২৩ জুলাই ২০২২, ১১:১১

রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্প্রতি এই সামরিক সহায়তার বিলে (২৭০ মিলিয়ন ডলার) সই করেছেন বাইডেন।  খবর আনাদোলুর।

এছাড়াও কিয়েভকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার কথা ভাবছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, বিমান দেওয়ার বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে আছে।

বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ইউক্রেন এখনও সোভিয়েত যুগের বিমানে অভ্যস্ত। এমতাবস্থায় মার্কিন যুদ্ধবিমান দিলে তারা তালগোল পাকিয়ে ফেলতে পারে।

নতুন করে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের ১০ কোটি মার্কিন ডলার দিয়ে ৫৮০টি ফনিক্স গোস্ট ড্রোন কিনবে ইউক্রেন। বাকি ১৭ কোটি মার্কিন ডলার দিয়ে অন্যান্য যুদ্ধাস্ত্র কিনবে কিয়েভ।

হোয়াইট হাউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৮.২ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে ইউক্রেনকে।