যে কারণে এরদোগান-গুতেরেসকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

ফানাম নিউজ
  ২৩ জুলাই ২০২২, ১১:০৪

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় ইস্তানবুল চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একইসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ এ উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং চুক্তির বিষয়ে মধ্যস্ততা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন।  

ইস্তানবুলে সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। খবর আনাদোলুর।

এর ফলে কৃষ্ণসাগর অঞ্চলের ৩টি বন্দর থেকে ইউক্রেন এখন থেকে নিরাপদে বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানি করবে।

জেলেনস্কি এক ভিডিওবার্তায় এরদোগান ও গুতেরেসের প্রতি ওই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে তিনি আরও বলেন, এ চুক্তির ফলে ইউক্রেনে গত বছর উৎপাদিত ২ কোটি টন শস্য রপ্তানির একটি সুযোগ তৈরি হলো।

জেলেনস্কি বলেন, ইউক্রেন ১০ বিলিয়ন ডলারের খাদ্যশস্য রপ্তানি করতে পারবে। এর ফলে বিশ্বে যে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, তা দূর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।