শিরোনাম
বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ পান্ডাটি মারা গেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) হংকংয়ের একটি পার্কে ৩৫ বছর বয়সে মৃত্যু হয়। খবর বিবিসি’র।
১৯৯৯ সালে চীন উপহার হিসেবে অ্যান অ্যান নামের একটি পুরুষ এবং জিয়া জিয়া নামের নারী পান্ডা দেয়। অধিকাংশ সময় ওশান পার্কেই ছিল। ২০১৬ সালে ৩৮ বছর বয়সে নারী পান্ডাটির মৃত্যু হয়। তখন এটি ছিল বিশ্বের সবেচেয়ে বয়স্ক নারী পান্ডা।
বৃহস্পতিবার ওশান পার্কের কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পুরুষ পান্ডার খাদ্য গ্রহণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছিল। গত কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্য অবনতির দিকে যেতে থাকে। উচ্চ রক্তচাপও ছিল।
ওশান পার্কের চেয়ারম্যান পলো পং বলেন, পান্ডার সঙ্গে অসংখ্য স্মৃতি রয়েছে এই পার্কে। তাকে খুবই মিস করবো।