ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফানাম নিউজ
  ২১ জুলাই ২০২২, ১৭:১৯

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লার কাছে পদত্যাপত্র জমা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাত্তেরেল্লা তার পদত্যাগ গ্রহণ করেছেন। তবে দ্রাঘির সরকারকে তত্বাবধায়ক হিসেবে থাকতে বলা হয়েছে।

তার পদত্যাগে চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে আগাম নির্বাচনের পথ খুলে গেছে। প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে মাত্তেরেল্লার সংসদ ভেঙে দেবেন নাকি আগাম নির্বাচনের ভোট ডাকবেন তা উল্লেখ করেনি। দ্রাঘি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধানের দায়িত্বও পালন করেছেন। দেশটির কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

সম্প্রতি ইতালির জোট সরকারের অংশীদার ফাইভ স্টার আস্থা ভোটে সমর্থন প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ফাইভ স্টারের সমর্থন প্রত্যাহারের বিষয়ে এক বিবৃতিতে মারিও দ্রাঘি বলেছিলেন, ঐক্য সরকারকে টিকিয়ে রাখার আস্থার চুক্তি শেষ হয়ে গেছে। তবে সেসময় তাকে পদত্যাগ না করে পার্লামেন্টে সার্বিক পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লা ।

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগে দেশটির রাজনৈতিক পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।