লটারি জিতে রাতারাতি কোটিপতি ইসলাম মণ্ডল

ফানাম নিউজ
  ১৯ জুলাই ২০২২, ০৮:৫৪

লটারিতে কোটি টাকা জিতে রাতারাতি কপাল খুলেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পারুলডাঙা এলাকার বাসিন্দা ইসলাম মণ্ডল ওরফে খোকনের (২৪)। সম্প্রতি তিনি এ লটারি জেতেন। পুরো বর্ধমানে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এ ঘটনা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দূর করতে মধ্যপ্রদেশে গিয়েছিলেন খোকন। সেখানে স্বর্ণকারের কাজ করতেন তিনি। মাসখানেক আগে তিনি বাড়ি ফিরে আসেন। এরপর থেকে মাঝে মধ্যেই লটারির টিকিট কিনতেন। রোববার তিনি ২৮০ টাকায় ৫০ সেমের লটারির টিকিট কেনেন। সন্ধ্যায় লটারির ফলাফল প্রকাশ হলে জানা যায়, প্রথম পুরস্কারের এক কোটি টাকা তার ভাগ্যেই জুটেছে।

প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি খোকন। পরে বারবার টিকিটের নম্বর মিলিয়ে দেখেন, প্রথম পুরস্কার তিনিই জিতেছেন।

খোকন বলেন, আকস্মিক এ ঘটনায় পরিবারে আনন্দের জোয়ার বইছে। এ টাকা দিয়ে প্রথমেই জায়গা কিনে একটি বাড়ি করতে চাই, পরে ব্যবসাও করব।

খোকনের ভাই আজমত মণ্ডল জানান, আমরা তেমন পড়াশোনা জানি না। কাজকর্ম করে কোনোরকমে সংসার চালাই। দাদা শখেরবশে কিছুদিন আগে থেকে লটারির টিকিট কাটা শুরু করেন। তিনি কোটি টাকার পুরস্কার জেতায় আমরা খুব খুশি।