শিরোনাম
ভারতের উপ-রাষ্ট্রপতি পদে বিজেপির বিরুদ্ধে আলাদা প্রার্থী দিলো বিরোধী শিবির। এনডিএ প্রার্থী রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজস্থানের সাবেক রাজ্যপালকে বেছে নিয়েছেন তারা। তিনি হলেন মার্গারেট আলভা।
রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলগুলোর বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন পওয়ার নিজেই। আলভা মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপাল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া ৫ বারের সংসদ সদস্যও ছিলেন।
আগামী ৬ আগস্ট ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই হবে জগদীপ ধনকড় ও মার্গারেট আলভার। যদিও ভারতীয় সংসদের অঙ্ক বলছে, সমর্থনের নিরিখে ধনকড়ের জয়ের পথ এমনিতেই মসৃণ। তবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা এই লড়াইয়ে বেগ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
পওয়ারের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। এমনকী উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। বৈঠকে ছিলেন সিপিএম, কংগ্রেস, শিব সেনাসহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা। তারা সম্মিলিতভাবে মার্গারেট আলভার নাম প্রস্তাব করেছেন।