যে কারণে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

ফানাম নিউজ
  ১৫ জুলাই ২০২২, ১২:১৯

ভারতের নাগাল্যান্ডের মন্ত্রী ও বিজেপি নেতা টেমজেন ইমনা আলং দেশের জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার-পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন। খবর দ্য হিন্দুর।

টুইটারে তিনি লেখেন, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া।

এর পরই তিনি লেখেন, ‘আমার মতো অবিবাহিত থাকুন’। একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন চিরকুমারদের আন্দোলনে যোগ দিন’।

নাগাল্যান্ডের মন্ত্রীর এ বক্তব্য ভাইরাল হয়ে গেছে। বহু অবিবাহিত তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের।