শিরোনাম
বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরানসহ আরও বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হয় ১০ জুলাই।
অন্যদিকে, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ৯ জুলাই। করোনা মহামারির ধাক্কা সামলে এ বছর দেশগুলোতে অনেকটাই বিধিনিষেধ মুক্ত হয়ে ঈদের আনন্দ উপভোগ করেছের ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলমানদের কাছে ঈদুল আজহা হলো ‘ত্যাগের উৎসব’।
১৪৪৩ হিজরির পবিত্র জিলহজ মাস। এই মাসকে ঘিরে পাঁচ দিনের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ত্যাগের মহিমায় পশু কোরবানি দেন মুসলমানরা এবং সাম্য ও ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলেন।