প্যান্ডোরা পেপারসে নাম আসা ভারতীয়দের বিরুদ্ধে তদন্ত করবে সরকার

ফানাম নিউজ
  ০৫ অক্টোবর ২০২১, ১৪:৩০

ফাঁস হওয়া আর্থিক নথি প্যান্ডোরা পেপারসকাণ্ডে যেসব ভারতীয়র নামে এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সোমবার ভারতের প্রত্যক্ষ কর দপ্তরের (সিবিডিটি) মুখপাত্র এ তথ্য জানান। খবর আনন্দবাজার পত্রিকার

বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এমন তারকা ও রাজনীতিবিদদের একটি তালিকা রোববার প্রকাশ করে তদন্তমূলক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে।

তালিকায় শচীন টেন্ডুলকারসহ বেশ কয়েকজন ভারতীয়র নাম রয়েছে।

এ বিষয়ে সিবিডিটি মুখপাত্র জানান, তালিকায় থাকা ভারতীয়দের বিরুদ্ধে তদন্তের জন্য তদন্ত কমিটিতে থাকবেন প্রত্যক্ষ কর দপ্তরের চেয়ারম্যানসহ দপ্তরের কয়েকজন প্রতিনিধি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থা।

ভারতীয়দের মধ্যে শচীনের নাম প্রকাশ্যে এলেও দেশের বাকি ছয় রাজনীতিবিদের নাম জানা যায়নি এখনও।