শিরোনাম
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর শহর মাইকোলাইভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে শহরটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিগ্রামে দেওয়া পোস্টে মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ বলেন, সকালে দখলদাররা মাইকোলাইভে রকেট নিক্ষেপ করেছে। উদ্ধারকারী, চিকিৎসক, জরুরি সেবাকর্মী এবং পরিষেবা কর্মীরা ইতোমধ্যেই সেখানে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে স্থানীয়রা শহরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
গত কয়েকদিন ধরে মাইকোলাইভে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ৩০ জুন কর্তৃপক্ষ জানায়, একটি আবাসিক ভবনে হামলায় ছয় জন নিহত এবং অন্তত আরও ছয় জন আহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়।
তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।