চীনের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার পর করোনা পজিটিভ হংকং-এর এমপি

ফানাম নিউজ
  ০৫ জুলাই ২০২২, ১৪:১৩

চীনের রাষ্ট্রপতি শি চিনপিং চলতি সপ্তাহে হংকং সফরে যাওয়ার পর তার সঙ্গে দলীয় ছবি তোলেন দেশটির একজন আইনপ্রণেতা। রবিবার তিনি নিশ্চিত করেন, করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। খবর ভয়েস অব আমেরিকা।

করোনা আঘাত হানার পর প্রথমবারের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে কোনো জায়গায় সফরে এলেন শি চিনপিং। ব্রিটেনের কাছ থেকে হংকং হস্তান্তরের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তার এই সফর।

হংকং-এর সর্ববৃহৎ বেইজিংপন্থী রাজনৈতিক দলের নেতা স্টিভেন হো (৪২) শহরের রবার স্ট্যাম্প লেজিস্লেচারের অন্যতম সদস্য। বৃহস্পতিবার বিকেলে তিনিসহ মোট ১০০ কর্মকর্তা শি-র কাছাকাছি থেকে গ্রুপ ছবি তোলার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান।

শি-র সফর চলাকালে ডিএবি দলের দ্বিতীয় সদস্য হিসেবে হো করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বেইজিংয়ের সংসদে হংকংয়ের একমাত্র প্রতিনিধি ট্যাম ইউ-চাং-এরও বৃহস্পতিবার করোনা ধরা পড়ে। ফলে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেননি।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর মধ্যে একমাত্র চীনই এখনো জিরো কভিড নীতি অবলম্বন করছে, যার মধ্যে আছে নতুন ঢেউ আসলে তার প্রতিকার, স্ন্যাপ লকডাউন জারি ও গণপরীক্ষণের ব্যবস্থা করার মতো উদ্যোগ।

প্রায় ৯০০ দিন পর শি দেশের সীমানা পেরোলেন। এই পুরো সময় দেশটির সীমান্ত বাইরের মানুষের জন্য বন্ধই ছিল বলা যায়।

হংকং কিছুটা শিথিলভাবে জিরো কভিড প্রক্রিয়া অবলম্বন করেছে। মহামারির সময় দেশটিতে বেশি যাতায়াত ও গণজমায়েত সীমিত রাখা হয়েছে।

তবে শি-র সফরকালে সেখানে নজিরবিহীন কঠোর নিয়ম জারি করা হয় যাতে করোনাভাইরাস এবং রাজনৈতিক প্রতিপক্ষ, কেউই তার ধারে কাছে আসতে না পারে।