অস্ট্রেলিয়ায় বন্যা : নিরাপদ স্থানে সরানো হলো অর্ধ লাখ মানুষকে

ফানাম নিউজ
  ০৫ জুলাই ২০২২, ১৪:০৫

অস্ট্রেলিয়ায় বন্যাকবলিত হওয়ায় প্রায় ৫০ হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির অন্যতম বড় শহর সিডনি এ বছরে তৃতীয়বারের মতো বন্যায় আক্রান্ত হয়েছে। খবর বিবিসির।

বৃষ্টিতে সিডনির বেশ কিছু এলাকায় চার দিনে প্রায় আট মাসের সমান বৃষ্টি হয়েছে।

রাস্তাঘাট ডুবে গেছে, কিছু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং  কয়েক হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যসহ বেশ কিছু অঞ্চলে বন্যায় এ বছর ২০ জনের মৃত্যু হয়েছিল।

বর্তমান জরুরি অবস্থার জন্য গ্রেটার সিডনি থেকে ১০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে।

যদি আরও ভারী বৃষ্টি হয় তবে বড় বড় নদী রয়েছে এমন ৫০টি এলাকার লোকজনকে সরিয়ে নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নিকটবর্তী হান্টার এবং ইল্লাওয়ারা অঞ্চলেও খারাপ আবহাওয়া বিরাজ করছে।

নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় চার দিনে ৮০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গ্রেটার লন্ডনে এ বছরে গড়ে যত বৃষ্টি হয়েছে, তার এক-তৃতীয়াংশ বৃষ্টি হয়েছে এই চার দিনে।