শিরোনাম
ডেনমার্কের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।
দক্ষিণ কোপেনহেগেনের ফিল্ডস মলে রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত ২২ বছর বয়সী যুবককে আটক করা হয়েছে।
পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন বলেন, হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি এটিকে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকেও উড়িয়ে দিতে চান না।
প্রধানমন্ত্রী মেটে ফ্রিডারিকসেন বলেছেন, ডেনমার্ক একটি নিষ্ঠুর আক্রমণের শিকার হয়েছে।
নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি জানান, এই কঠিন সময়ে একে অন্যের পাশে দাঁড়াতে এবং সমর্থন দিতে দেশবাসীকে উৎসাহিত করতে চান।
প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েকজন হতাহত হয়েছে। যারা সপরিবারে কেনাকাটা করতে বা খেতে এসেছিল। শিশু-কিশোর এবং প্রাপ্তবয়স্ক।
‘আমাদের সুন্দর এবং নিরাপদ রাজধানী মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়েছে’ যোগ করেন তিনি।