শিরোনাম
শিকারের জন্য গাছের ডালে বসে থাকে এক চিতাবাঘ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেক উঁচু থেকে লাফিয়ে বানরের বাচ্চাকে শিকার করতে সক্ষম হয় চিতাটি।
ভারতের এই ঘটনা ইতোমধ্যে ভাইরাল সামাজিকসহ সংবাদমাধ্যমে। খবর এনডিটিভি'র।
পান্না টাইগার রিজার্ভের অফিসিয়াল টুইটারে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘এক বিরল দৃশ্য! একটি চিতাবাঘকে গাছ থেকে লাফিয়ে বানরের বাঁচ্চা শিকার করতে দেখা গেছে’।
ভিডিওতে দেখা গেছে, গাছের ডালের আড়ালে শিকারের অপেক্ষায় আগে থেকেই বসে রয়েছে চিতাবাঘ। অন্য গাছের ডালে বসা বানর। হঠাৎ নিজের জায়গা থেকে খানিকটা উঁচুতে লাফ দেয় চিতাটি। মুহূর্তেই বানরের বাচ্চা তার শিকারে পরিণত হয়। এমন ঘটনা দেখে অবাক নেটিজেনরা।
গত ২৮ জুনে শেয়ার করা ভিডিওটি তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ দেখেন।
পান্না রিজার্ভে বাঘ, স্লথ, ভাল্লুক, ভারতীয় নেকড়ে, চিতাবাঘসহ অসংখ্য প্রাণীর দেখা মেলে। এখানে প্রায় দুইশ'র মতো বিভিন্ন প্রজাতির পাখিরও আবাসস্থল।