আসামের বন্যায় মৃত্যু বেড়ে ১৫৯

ফানাম নিউজ
  ০১ জুলাই ২০২২, ১৬:৪১

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য আসামে গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ মৃত্যু হয়েছে আরও আট জনের। এদের মধ্যে চার জন বন্যার পানিতে ভেসে গেছেন। 

এপ্রিল মাস থেকে এ পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৯।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ১৫৯ জনের মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। বাকি ১৮ জনের মৃত্যুর কারণ ধস। রাজ্যের ২৫টি জেলার ২৬০৮টি গ্রামের ৩০ লাখ মানুষ এখনো এই ভয়াবহ বন্যার বলে ক্ষতিগ্রস্ত।

প্রতিবেদনে আরও বলা হয়, বন্যা পরিস্থিতি তো আছেই, তার থেকেও এখন বড় সংকট হিসেবে দেখা দিয়েছে খাদ্য এবং খাবার পানির অভাব। এখনো বাড়িঘর জলমগ্ন। কিছু কিছু জায়গায় খড়ের চাল দেওয়া ঘরের মাথার ওপর দিয়ে বইছে বন্যার পানি।

সংবাদমাধ্যম বলছে, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও বহু জায়গায় ঠিকমতো করে ত্রাণ পৌঁছাচ্ছে না। খাবার, পানি ছাড়া কাটাতে হচ্ছে দিনের পর দিন। তা ছাড়া সবাইকে ত্রাণশিবিরে নেওয়া যায়নি।