যুবরাজের সফরে তুরস্কে বন্ধ খাশোগি হত্যার বিচার

ফানাম নিউজ
  ৩০ জুন ২০২২, ১২:০৭

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরস্ক সফরে রিয়াদ-আঙ্কারার মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

এরই মধ্যে তুরস্কের একটি আদালত ঘোষণা করেছেন, তারা আর সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচার করবেন না।

এর আগে ওই আদালত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছিল। খবর আরব নিউজের।     

তুরস্কের গণমাধ্যমগুলো সম্প্রতি এ খবর প্রকাশ করে। মিসর ও জর্ডান সফর শেষে গত ২২ জুন আঙ্কারা সফরে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটিই ছিল তার প্রথম তুরস্ক সফর।

সৌদি সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের খ্যাতনামা কলাম লেখক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি ও তুরস্কের সম্পর্কে যে অবনতি হয়েছিল, তা স্বাভাবিক করার লক্ষ্যেই যুবরাজ মোহাম্মদের এ সফর।

বুধবার সন্ধ্যায় আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে যুবরাজ মোহাম্মদের সঙ্গে বৈঠকে বসেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে বৈঠক শেষে প্রকাশ্যে কোনো বক্তব্য ও বিবৃতি দেননি তারা।

মূলত গত সপ্তাহের শুরুতে মিসর সফরের মধ্য দিয়ে সৌদি যুবরাজের রাষ্ট্রীয় এ সফর শুরু হয়। এর পর জর্ডানে যাত্রাবিরতি করেন তিনি।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়।

ফলে সৌদি-তুরস্ক সম্পর্ক তলানিতে ঠেকে। হত্যার জন্য সৌদি সরকারের শীর্ষ নেতৃত্বকে দোষারোপ করেন এরদোগান। তবে যুবরাজ অভিযোগ অস্বীকার করেন।