চুক্তি অনুযায়ী ৩৩ অভিযুক্তকে ফেরত চাইবে তুরস্ক

ফানাম নিউজ
  ৩০ জুন ২০২২, ১০:৫২

তুরস্ক জানিয়েছে, ফিনল্যান্ড ও সুইডেনে অব্স্থান করা ‘সন্দেহভাজন ৩৩ জঙ্গিকে’ ফেরত চাইবে তুরস্ক।সম্প্রতি ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেয় তুরস্ক। 

কিন্তু তার আগে দেশ দুটির সঙ্গে একটি চুক্তি করে তারা। 

সেই চুক্তিতে রয়েছে, ফিনল্যান্ড-সুইডেনে যেসব সন্দেহভাজন জঙ্গি বসবাস করে, তুরস্ক চাইলে তাদের ফেরত দেওয়া হবে।

আর সেই চুক্তি অনুযায়ী এখন সন্দেহভাজন ৩৩ জঙ্গিকে ফেরত চাওয়ার কথা জানিয়েছে দেশটি। 

এ ব্যাপারে তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজদাগ দেশটির গণমাধ্যম এনটিভিকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলো সঙ্গে ফিনল্যান্ড-সুইডেন মঙ্গলবার যে নতুন চুক্তি স্বাক্ষর করেছে, সেই চুক্তি অনুযায়ী আমরা (ফিনল্যান্ড-সুইডেনে বাস করা) ৩৩ জঙ্গিকে ফেরত চাইব।

এদিকে মঙ্গলবার ফিনল্যান্ড-সুইডেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করে তুরস্ক। সেই চুক্তি অনুযায়ী তুরস্কের বিরুদ্ধে কাজ করা জঙ্গিদের নির্মূল করতে একসঙ্গে অভিযান পরিচালনা করার ঘোষণা দেয় নর্ডিক অঞ্চলের দেশ দুটি। 

সূত্র: আল জাজিরা