শিরোনাম
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান।কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে জেলেনস্কিকে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে হবে জি-২০ এর পরবর্তী সম্মেলনটি।
ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন।
তবে সঙ্গে তিনি জানিয়েছেন, সেই সম্মেলনে কে যোগ দেবে সেটি দেখে এরপর তিনি সিদ্ধান্ত নেবেন তিনি যোগ দেবেন কিনা।
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে মূলত জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে যোগ দেন তাহলে তিনি ভার্চ্যুয়ালি বা স্বশরীরে কোনোভাবেই যোগ দেবেন না।
এ ব্যাপারে জেলেনস্কি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, অবশ্যই আমি এ আমন্ত্রণ গ্রহণ করছি। ইউক্রেনের যোগদান নির্ভর করবে দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর এবং কারা সম্মেলনে যোগ দেবে সেটির ওপর।
সূত্র: আল জাজিরা