ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে ন্যাটো মিত্ররা : ওলাফ শলৎস

ফানাম নিউজ
  ২৯ জুন ২০২২, ১৬:০৮

যতদিন পর্যন্ত প্রয়োজন হয় ততদিন ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে ন্যাটো মিত্ররা। মাদ্রিদে ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনে এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। 

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওলাফ শলৎস বলেন, এটা ইতিবাচক যে, বিভিন্ন দেশ এখানে জড়ো হয়েছে। কিন্তু অনেক দেশও ইউক্রেনের আত্মরক্ষায় অবদান রাখতে পারে। শুধু আর্থিক ও মানবিক সহায়তা নয়, বরং জরুরি প্রয়োজনে অস্ত্র সরবরাহের মাধ্যমেও এটি করা যেতে পারে।

জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনকে তার আত্মরক্ষার জন্য সক্ষম করতে তুলতে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ পর্যন্ত আমরা দেশটিকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবো।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। 

তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।