শিরোনাম
ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক হতাহত হয়েছে। গতকাল স্থানীয় সময় বিকেল অ্যামস্টোর নামের শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
রুশ-নিয়ন্ত্রিত এলাকা থেকে আক্রান্ত শপিং সেন্টারটি প্রায় ৮১ মাইল দূরে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানান।
পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ আক্রমণকে 'যুদ্ধাপরাধ' বলে বর্ণনা করেছেন।
২ লাখ ২০ হাজার লোক বাস করে মধ্য ইউক্রেনে দনিপার নদীর তীরের এই এলাকায়।