শিরোনাম
ইউক্রেনীয় সেনাদের লুহানেস্কের লিসিচানস্ক থেকে খুব সম্ভবত পিছু হটতে হবে। নয়ত রুশ সেনারা তাদের ঘিরে ফেলবে।
রুশ বাহিনী দক্ষিণ দিকের দুটি গ্রাম দখল করার পর এমন তথ্য জানিয়েছেন সেখানকার গভর্নর সেরহি হাইদাই। খবর রয়টার্সের।
পিছিয়ে যাওয়ার ব্যাপারে গভর্নর বলেন, রুশ সেনারা ঘিরে ফেলার আগে আমাদের কমান্ডাররা হয়ত সেনাদের পিছু হটে নতুন অবস্থান নেওয়ার নির্দেশ দিতে পারে। পুরো লিসিচানস্ক তাদের হামলার পরিধির মধ্যে রয়েছে। এটি শহরে অনেক ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেছেন, লিসিচানস্কে এখনো রাস্তা ব্যবহার করে যাওয়া যাবে, এর মাধ্যমে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া যাবে।
এর আগে রুশ গণমাধ্যম টাস নিউজ জানিয়েছিল, স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের মস্কো সমর্থিত সেনারা লিসিচানস্কের দক্ষিণে ইউক্রেন সেনাদের ঘিরে রেখেছে।
সম্প্রতি স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক এ তথ্য জানিয়েছিল।
কথিত রিপাবলিকটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা এবং বিদেশি ভাড়াটে সেনা লিসিচানস্কের দক্ষিণে অবস্থিত হিরস্কে এবং জোলোট এলাকায় রাশিয়ান বাহিনীর অবরোধের মুখে পড়েছে।
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান