প্রিয়াংকার পর এবার অখিলেশ যাদব আটক

ফানাম নিউজ
  ০৪ অক্টোবর ২০২১, ১৭:২২

ভারতের উত্তরপ্রদেশের চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে লখিমপুরে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীকে আটকের পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও আটক করা হয়েছে।  

রোববার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন কৃষকরা। সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। 

এরপরই কনভয়ের একটি গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। বাকি গাড়িগুলোতেও ভাঙচুর করা হয়। তাতে আরও চারজনের মৃত্যু হয়।

ইতোমধ্যেই লখিমপুরের ঘটনার দায় নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। 

সোমবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে যাওয়ার পথে আগেই আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীকে। প্রিয়াংকার পর একই কায়দায় আটক করা হয় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। 

লখিমপুর খেরি যাওয়ার পথে বাধা পান অখিলেশ। বাধা পেয়ে রাস্তায় ধরনা শুরু করেন তিনি। তাকে আটক করে লখনৌ পুলিশ। এই ঘটনায় অশান্ত হয়ে ওঠে লখনৌ। অখিলেশের বাড়ির বাইরে পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

সূত্র: যুগান্তর