শিরোনাম
রুশ সেনারা ইউক্রেনের পূর্ব দিকে সফলতা পাচ্ছে কারণ তারা ভুল থেকে শিক্ষা নিয়েছে। গণমাধ্যম সিএনএনের কাছে এমন তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের দুইজন গোয়েন্দা।
তারা জানিয়েছেন, কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর কৌশলগত ব্যর্থতার কারণে সাফল্য পায়নি রুশ বাহিনী। প্রথমদিকে করা সেসব ভুল থেকে শিক্ষা নিয়েছে তারা।
ফলে এখন ইউক্রেনের পূর্ব দিক অর্থাৎ দোনবাসে তারা যে অভিযান চালাচ্ছে সেখানে আকাশ ও স্থলের সমন্বিত হামলা, রসদের সরবরাহ উন্নতি করার কাজগুলো তারা করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চারটি মাল্টিপল রকেট লঞ্চার হিমারস পাঠিয়েছে। এগুলো দূরপাল্লার অস্ত্র। কিন্তু এ অস্ত্রগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে সেটি তারা আশা করছে না। কারণ এগুলো দূরপাল্লার হলেও তাদের হামলা করার পরিধি কমিয়ে দেওয়া হয়েছে। যেন এ লঞ্চারগুলো ব্যবহার করে রাশিয়ায় হামলা না চালানো যায়।
তবে রাশিয়া একই গোত্রের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে। ইউক্রেনের কাছে রকেট লঞ্চার থাকলেও সেগুলো রুশ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর মতো ক্ষমতাসম্পন্ন না।
সূত্র: সিএনএন