শিরোনাম
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ইউরোপের নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হলো রাশিয়া।
পেসকোভ দাবি করেছেন, রাশিয়া ‘তাদের দেওয়া কথা কঠোরভাবে পূরণ করে’।
সম্প্রতি নিয়মিত ব্রিফিংয়ে পেসকোভ জার্মানিতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন।
তিনি দাবি করেছেন, যে নর্ড স্ট্রিম পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস পাঠানো হয় সেটিতে রক্ষণাবেক্ষণের উদ্দেশে আগামী ১১-২১ জুলাই কাজ করা হবে এবং এ বিষয়ে জার্মানিকে অবহিত করা হয়েছে।
নর্ড স্ট্রিম পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে রাশিয়া। যদিও দেশটির রাষ্ট্রয়াত্ব গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রোম বলেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে গ্যাসের পরিমাণ কমে গেছে।
তবে জার্মানি এবং ইতালি দাবি করেছে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া।
আর রাশিয়া যে প্রযুক্তিগত সমস্যার কথা বলছে সেটি হলো একটি অজুহাত।
সূত্র: আল জাজিরা