তিন মাসে শতাধিক মৃত্যুদণ্ড ইরানে

ফানাম নিউজ
  ২২ জুন ২০২২, ১৩:০৬

চলতি বছরের প্রথম তিন মাসে ১০০ জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইরান। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরও বলা হয়, মৃত্যুদণ্ডের ঊর্ধ্বমুখী উদ্বেগজনক প্রবণতা অব্যাহত রয়েছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ- প্রধান নাদা আল-নাশিফ ইরান সম্পর্কে গুতেরেসের সর্বশেষ প্রতিবেদন পেশ করেন।

তিনি বলেন, ‘২০২০ সালে ২৬০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও ২০২১ সালে কমপক্ষে ৩১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে কমপক্ষে ১৪ জন নারী ছিলেন।’
 
প্রবণতাটি এই বছরও অব্যাহত রয়েছে উল্লেখ করে নাশিফ বলেন, ১ জানুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ‘কমপক্ষে ১০৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে , যাদের মধ্যে অনেকেই সংখ্যালঘু গোষ্ঠীর লোক’।

আরও বলেন, গুতেরেসের প্রতিবেদনে মাদক সংক্রান্ত অপরাধসহ কম অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে।

তিনি কাউন্সিলকে বলেন, ‘সবচেয়ে গুরুতর অপরাধ নয় এমন অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, যা ন্যায্য বিচারের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

নাশিফ বলেন, মার্চ মাসে মাদক সংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫২ জনকে ফাঁসির জন্য শিরাজ কারাগারে স্থানান্তর করা হয়।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিশোর অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডের অব্যাহত রাখার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।