শিরোনাম
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটা কয়েক বছর ধরে চলবে।
কারণ কিয়েভকে রক্ষায় ইউরোপ ইউক্রেনকে সর্বাত্মকভাবে সহায়তা করবে। খবর রয়টার্সের।
জার্মানির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি ন্যাটোপ্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, ইউরোপের পাঠানো অত্যাধুনিক অস্ত্রে বেদখল হয়ে যাওয়া দোনবাস অঞ্চলটি আবার পুনরুদ্ধার করবে রাশিয়ার কাছ থেকে।
যদিও এ যুদ্ধে ইউক্রেনকে বেশ মূল্য দিতে হবে, বিশ্বে দ্রুত বেড়ে যাচ্ছে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম।
কিন্তু ইউরোপ এ যুদ্ধে ইউক্রেনকে একা ফেলে যাবে না। শনিবার ইউক্রেন ঘোষণা করেছে, তারা যে কোনো মূল্যেই হোক রাশিয়ার কাছ থেকে সব বেদখল হয়ে যাওয়া শহর নিজেদের কব্জায় নিয়ে আসবে কিয়েভ।