চীনের রাসায়নিক কারখানায় আগুন

ফানাম নিউজ
  ১৮ জুন ২০২২, ১৭:২২

চীনের সাংহাই শহরের একটি বড় রাসায়নিক কারখানায় আগুন লেগে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে দেশটির অন্যতম বৃহত্তম পরিশোধন এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টটিতে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়।

আগুনের কালো ধোঁয়ার সাংহাইয়ের আকাশ ঢেকে গেছে।

সাংহাই চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং সম্প্রতি মাত্র দুই মাসের কঠোর লকডাউন থেকে বেরিয়ে এসেছে।

সাংহাইয়ের জিনশান শহরতলিতে অবস্থিত কারখানাটি পরিচালনা করে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোপেক। সিনোপেক বলছে, আগুনে একজন গাড়ির চালক নিহত হয়েছেন এবং কোম্পানির একজন কর্মচারী আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ কিলোমিটার (চার মাইল) দূরে বসবাসকারী বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

সাংহাইয়ের দমকল বিভাগ ঘটনাস্থলে ৫০০ জনেরও বেশি কর্মী প্রেরণ করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আগুন এখন নিয়ন্ত্রণে আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ড্রোন ফুটেজে দেখা গেছে, চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ের আকাশ ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে গেছে।