চীনের ‘উসকানিমূলক’ আচরণের জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর তিরস্কার

ফানাম নিউজ
  ১১ জুন ২০২২, ১১:১১

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র ও অংশীদারদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এ সময় চীনকে তাইওয়ান ঘিরে ‘উসকানিমূলক ও অস্থিতিশীল’ সামরিক তৎপরতার জন্য অভিযুক্ত করেন তিনি। 

পাশাপাশি প্রশান্ত মহাসাগরে নিজেদের জলসীমা দাবির ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান ‘জবরদস্তিমূলক ও আক্রমণাত্মক’ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন অস্টিন।

সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে প্রায় ঘন্টাব্যাপী ভাষণে শুক্রবার অস্টিন লয়েড এ সব বিষয়ে জোর দেন।  তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা’র প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অংশীদারত্বে কাজ করবে।

বেইজিং নিজেদের অংশ দাবি করলেও তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতি হলো, এটি একটি স্ব-শাসিত দ্বীপ।

নিরাপত্তা ফোরামে প্রতিনিধিদের অস্টিন বলেন, আমাদের নীতি পরিবর্তন হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত চীনের জন্য একই রকম বলে মনে হচ্ছে না।

আরও বলেন, চীনের পদক্ষেপগুলো শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করার হুমকি দেয়। এটা শুধু মার্কিন স্বার্থ নয়,  আন্তর্জাতিক উদ্বেগের বিষয়।”

চীনা প্রতিপক্ষ ওয়েই ফেংঘের সঙ্গে প্রথমবার মুখোমুখি সংলাপের একদিন পরই এ সব কথা বললেন অস্টিন। তবে বৃহস্পতিবার ওয়েই তাকে জানিয়ে দিয়েছিলেন, তাইওয়ান স্বাধীন হতে চাইলে চীন যুদ্ধ করবে।

সাম্প্রতিক বছরগুলোকে দ্বীপটিকে ঘিরে সেনা উপস্থিতি বাড়িয়েছে চীন। নিয়মিতই তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চল লঙ্ঘন করছে তাদের যুদ্ধবিমান। শুধু মে মাসের শেষ দিকেই ৩০টি যুদ্ধবিমান উড়ে যায়।

সূত্র: আল জাজিরা