উত্তরপ্রদেশে তিন মুসলিমকে কান ধরিয়ে বলানো হলো ‘জয় শ্রীরাম’

ফানাম নিউজ
  ১০ জুন ২০২২, ১৬:২৬

মহানবী (সা.)-কে নিয়ে বিজেপি মুখপাত্রের কটূক্তির জেরে আন্তর্জাতিক স্তরে বেকায়দায় রয়েছে ভারত। দুই মুখপাত্রকে বরখাস্ত করে মুসলিমপ্রধান দেশকে আশ্বস্ত করতে চাইলেও দেশটিতে থেমে নেই নিপীড়ন।

ভারতের বাংলা সংবাদমাধ্যম আজকাল জানায়, এবার উত্তরপ্রদেশের একটি গ্রামে তিন মুসলিম ব্যক্তিকে কান ধরে ওঠবোস করানো হলো। সেই সঙ্গে বলতে বাধ্য করা হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উত্তরপ্রদেশের খরগুপুর জেলার একটি গ্রামের ঘটনা এটি। তিন মুসলিম ব্যক্তির থেকে তাদের আধার কার্ড চাওয়া হয়েছিল। সেই সঙ্গে কান ধরিয়ে করানো হলো ওঠবোস এবং ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়। এমনকি তাদের সতর্ক করা হয়েছিল, যেন আর কখনো ‘পণ্ডিত’ গ্রামে প্রবেশ না করেন।

ভিডিওতে স্থানীয়দের একজনকে তিন মুসলিম ফকিরকে হেনস্তা করতে এবং তাদের পরিচয়ের বিশদ জিজ্ঞাসা করতে দেখা যায়। তিনি ওই ফকিরদের পণ্ডিত গ্রামে আর কখনো প্রবেশ না করার জন্য সতর্ক করেন। ভিডিওতে দেখা গেছে, তিন মুসলিম ব্যক্তি বারবার ক্ষমা চাইছেন।
 
খবর পেয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

এ দিকে সম্প্রতি একাধিক ঐতিহাসিক মসজিদকে মন্দির দাবি করে বিভিন্ন কর্মসূচি দিয়েছে হিন্দুত্ববাদী দলগুলো। এ নিয়ে মামলাও হয়েছে বিভিন্ন রাজ্যে।

সূত্র: আজকাল