সেভেরোদোনেৎস্কে চলছে তীব্র লড়াই, পিছু হটছে রুশ বাহিনী

ফানাম নিউজ
  ০৫ জুন ২০২২, ১৩:১৮

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে। লুহানস্কের গভর্নর দাবি করেছেন, ইউক্রেনকে সেভেরোদোনেৎস্কে সেনা সংখ্যা বৃদ্ধি ঠেকাতে সেতুগুলো উড়িয়ে দিচ্ছে রুশ বাহিনী। পিছু হটছে রুশ বাহিনী।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেন কিছু সামরিক ইউনিট পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোদোনেৎস্ক থেকে প্রত্যাহার করছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেন সেনাবাহিনীর কিছু ইউনিট সেভেরোদোনেৎস্কে লড়াইয়ের সময় গুরুতর ক্ষতির সম্মুখীন হয়ে লিসিচানস্কের দিকে গেছে।

তবে কিছু ইউক্রেনীয় যোদ্ধা শহরে রয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ দাবি করে, তীব্র পাল্টা হামলার কারণে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটছে।

সূত্র: আলজাজিরা