লড়াইয়ের মুখে পূর্বাঞ্চল থেকে পিছু হটেছে রুশ সেনারা : ইউক্রেন

ফানাম নিউজ
  ০৪ জুন ২০২২, ১৩:২৯

রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের সেভারোদনেৎস্ক নগরীতে প্রচণ্ড যুদ্ধের মুখে পড়েছে। স্থানীয় গভর্নর বলেছেন, সেখানে প্রতিরোধ যুদ্ধের মুখে আগ্রাসনকারীরা কিছুটা পিছু হটেছে। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর ১০০ দিন পেরিয়েছে ইতোমধ্যে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। এরপর থেকে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ, আরও লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

রুশ বাহিনীর প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া। তবে ইউক্রেন বাহিনীর প্রচণ্ড প্রতিরোধের মুখে তা অনেকটা গতি হারানোয় তারা এখনও কিয়েভ দখল করতে পারেনি। ফলে বাধ্য হয়ে এখন দনবাসসহ পূর্বাঞ্চল দখলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

সেভারোদনেৎস্ক’র কিছু এলাকায় প্রচণ্ড লড়াই চলছে। সেখানে ইউক্রেন বাহিনী ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে।
 
লুগানস্ক আঞ্চলিক গভর্নর সার্গি গইদে শুক্রবার বলেন, রুশ সেনারা এ অঞ্চলের পুরোপুরি দখল নিতে পারেনি। সেখানে প্রচণ্ড প্রতিরোধের মুখে আগ্রাসী বাহিনী ‘২০ শতাংশ’ পিছু হটেছে।

সূত্র: এএফপি