৫ হাজার বছরের পুরোনো গাছের সন্ধান

ফানাম নিউজ
  ০১ জুন ২০২২, ১৪:১২

নতুন এক গবেষণা অনুসারে দক্ষিণ চিলিতে ‘গ্রেট দাদা’ নামে পরিচিত একটি প্রাচীন অ্যালারস গাছ পাওয়া গেছে। যার বয়স পাঁচ হাজার বছরেরও বেশি বলে অনুমান করছেন বিজ্ঞানীরা।

অস্বাভাবিকভাবে বড় কাণ্ডের দরুন গাছটির সঠিক বয়স নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন তারা। তবে বিজ্ঞানীরা নিশ্চিত যে, এটিই বিশ্বের প্রাচীনতম গাছ।

গবেষণার নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী জনাথন বারিচিভিচ দাবি করেছেন চিলির অ্যালারস কস্টেরো ন্যাশনাল পার্কে পাওয়া গাছটির আনুমানিক বয়স হতে পারে পাঁচ হাজার ৪৮৪ বছর-যা বয়সের দিক থেকে ক্যালিফোর্নিয়ার চার হাজার ৮৫৩ বছর বয়সি ব্রিস্টেলকোন পাইন গাছকে পরাজিত করবে।

সূত্র: যুগান্তর