শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তিনি শন্তি প্রক্রিয়া ছাড়াও যুদ্ধাবস্থায় বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য করিডোর নিয়ে কথা বলেন।
যুদ্ধ থামাতে প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এ ব্যাপারে এরদোগান দফায় দফায় আলোচনা করে যাচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে।
সমুদ্রপথে ইউক্রেনের কৃষিপণ্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের ব্যাপারেও আলোচনা করেছেন এরদোগান।
গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনের জন্য কৃষ্ণসাগর ব্যবহার বন্ধ করে দিয়েছে।
অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে ফোনালাপের আগে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
এই ফোনালাপে এরদোগান পুতিনকে জানিয়েছেন, তিনি রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের সঙ্গে ইস্তানবুলে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।
এরদোগান পুতিনকে আরও বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করার জন্য।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সর্বশেষ ২৯ মার্চ তুরস্কে আলোচনায় বসেছিলেন। কিন্তু তুরস্কের মধ্যস্থতায় হওয়া সে আলোচনায় কোনো ফলাফল আসেনি।
সূত্র: আনাদোলু