মার্কিন স্পিকারের স্বামী গ্রেফতার

ফানাম নিউজ
  ৩০ মে ২০২২, ১০:২৭
আপডেট  : ৩০ মে ২০২২, ১০:৩০

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি থেকে স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১২টায় ট্রাফিক পুলিশ তাকে গ্রেফতার করে। খবর সিএনএনের।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক ৮২ বছর বয়সী পল পেলোসির বিরুদ্ধে দুটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং পাঁচ হাজার ডলার মুচলেকায় তাকে স্থানীয় সময় রোববার সকালে জামিন দেয়া হয়।

ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে কোনো ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা প্রতি ডেসি লিটারে ০.০৮ গ্রামের বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না।

পল পেলোসি যখন পুলিশের হাতে আটক হন তখন তার স্ত্রী ন্যান্সি পেলোসি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভারসিটির একটি অনুষ্ঠানের বক্তৃতা দিচ্ছিলেন।

তার মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি কোনো মন্তব্য করবেন না। ১৯৬৩ সাল থেকে পল ও ন্যান্সি বৈবাহিক জীবনে আবদ্ধ।