লিসিচানস্কের চারপাশে অবিরাম গোলাবর্ষণ রাশিয়ার, নিহত ৩

ফানাম নিউজ
  ২৬ মে ২০২২, ১২:৫৯

ইউক্রেনের লিসিচানস্ক শহরের চারপাশে অবিরাম গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন।

সম্প্রতি লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, ধর্মঘট লিসিচানস্কের কাছে উস্তিনিভকা গ্রাম ধ্বংস হয়ে গেছে, যেখানে দুজন মারা গেছেন, আর একজন লিসিচানস্কেই মারা গেছেন।

সেভেরোদোনেৎস্কের একটি মানবিক কেন্দ্রে একটি গোলার আঘাত হানে বলে তিনি জানান।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। ফলে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ পালিয়ে গেছেন। বহু মানুষ হতাহত হয়েছেন।