শিরোনাম
ইউক্রেনের আরও দুটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেছেন, সুমি অঞ্চলের স্ফিলেভকা এলাকার কাছে ইউক্রেনের ওই দুটি এস-৩০০ ধবংস করা হয়েছে। খবর আনাদোলুর।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিমানবাহিনী রোববার ইউক্রেনের আরও ৩২টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এ পর্যন্ত ইউক্রেনের ১৬৫টি যুদ্ধবিমান, ১২৫টি হেলিকপ্টার, ৮৭৯টি সামরিক যান, ৩০৬টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ৩ হাজার ৯৮টি ট্যাংক, ৩৮১টি মাল্টি ব্যারেল রকেট ল্যাঞ্চার, ১ হাজার ৫২৫টি মর্টার এবং ২ হাজার ৯৩৪টি অত্যাধুনিক সামরিক যান ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায়।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৭৩ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৮১৬ জন আহত হয়েছেন বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হচ্ছে।
তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পর্যন্ত ৬১ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছেন। এ ছাড়া দেশটির ৭৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।