শিরোনাম
রাজধানী কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের জন্য নতুন অস্ত্র ও সরঞ্জামের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি জানান ইউক্রেনে মস্কোর আগ্রাসনের সঙ্গে সংশ্লিষ্ট রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।
ট্রুডো বলেন, ‘আজ, আমি আরও সামরিক সহায়তা, ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ, ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ডিমাইনিং অপারেশনের জন্য তহবিলসহ অন্যান্য সহায়তা ঘোষণা করছি’।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইঙ্গিত করে ট্রুডো আরও বলেন, ‘এবং আমরা ৪০ জন রাশিয়ান ব্যক্তি এবং পাঁচটি সংস্থা, অলিগার্চ এবং প্রতিরক্ষা খাতে শাসনের ঘনিষ্ঠ সহযোগীদের উপর নতুন নিষেধাজ্ঞা আনছি, তারা সবাই পুতিনের যুদ্ধে জড়িত’।
কিয়েভের বাইরে ইরপিন শহর পরিদর্শন করেন কানাডার প্রধানমন্ত্রী। গত মার্চে শহরটি থেকে রুশ বাহিনী প্রত্যাহারের আগে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল এটি। এছাড়া ট্রুডো জানান, ইউক্রেনের রাজধানীতে নতুন করে চালু হচ্ছে কানাডার দূতাবাস।
খাদ্য নিরাপত্তা সমুন্নত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কানাডা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে ২৫ মিলিয়ন ডলার প্রদান করছে এবং আগামী বছরের জন্য কানাডায় সব ইউক্রেনীয় আমদানির উপর বাণিজ্য শুল্ক অপসারণ করবে।