শিরোনাম
রোমানিয়ার করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দেশটির বন্দর শহর কনস্টান্টায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর। কর্তৃপক্ষ জানায়, কনস্টান্টায় করোনারোগীদের যেখানে চিকিৎসা সেবা দেওয়া হতো সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
হাসপাতাল থেকে সব রোগীদের বের করে আনার পর আগুন নেভানো হয়। এ ঘটনায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এখনও তা জানা যায়নি।
যখন আগুন লাগে সে সময় হাসপাতালে ১১৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১০ জন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এর আগে গত বছরের নভেম্বরে করোনা রোগীদের হাসপাতালে আগুন লাগার ঘটনায় ১০ জন নিহত হন। জানুয়ারিতে অপর এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন পাঁচ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৪ হাজার মানুষ। দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ২১০ জনের।