শিরোনাম
রাশিয়ার তিনটি টেলিভিশন স্টেশন নিষিদ্ধের পাশাপাশি গ্যাজপ্রোমব্যাংকের নির্বাহীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রবিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে রুশ নাগরিকদের ব্যাংকিং সেবা দেওয়া নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর সবশেষ উদ্যোগের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জি৭ গ্রুপের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের মধ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গ্যাজপ্রোমব্যাং নির্বাহীদের বিরুদ্ধে এবারই প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস রফতানির এই বিশালাকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ বরাবর এড়াতে চেয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। রাশিয়ার গ্যাসের মূল ক্রেতা ইউরোপে সরবরাহ বিঘ্ন ঘটাতে পারে এমন পদক্ষেপ এড়াতে চেয়েছে তারা।
বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘এটা পূর্ণ নিষেধাজ্ঞা নয়। আমরা গ্যাজপ্রোম এর সম্পদ জব্দ করছি না বা গ্যাজপ্রোমের সঙ্গে কোনও লেনদেন নিষিদ্ধ করছি না।’ তিনি আরও বলেন, ‘আমরা যা ইঙ্গিত করছি তা হচ্ছে গ্যাজপ্রোমব্যাংক কোনও নিরাপদ আশ্রয়স্থল নয়, এবং আমরা তাদের কিছু শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি... একটি শীতল প্রভাব তৈরি করতে।’