রাশিয়া-ইউক্রেনকে আলোচনার তাগিদ ইরানের

ফানাম নিউজ
  ০৯ মে ২০২২, ১০:০৫

দুই মাসের বেশি সময় গড়িয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। দিনে দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। তবে যুদ্ধ আর দীর্ঘায়িত না করে মস্কো-কিয়েভকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানালো ইরান।

রবিবার তেহরান সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান বলেন, 'আমরা ইউক্রেনে যুদ্ধের বিপক্ষে, ঠিক একইভাবে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া এবং ইরাকসহ বিশ্বের যেকোনও জায়গার যুদ্ধের বিরুদ্ধে'।

উপস্থিত সংবাদিকদের আরও বলেন, 'আমরা বিশ্বাস করি ইউক্রেনের সমাধান রাজনৈতিক ও রাশিয়া-ইউক্রেনের মধ্যে রাজনৈতিক আলোচনায় অবশ্যই যুদ্ধের অবসান ঘটাতে হবে।'

সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে একাধিকবার আহ্বান জানিয়েছেন ইউেক্রনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যেকোনও সময় প্রস্তুত বলেও জানান। তবে জেলেনেস্কির সঙ্গে সাক্ষাতে বসবেন কিনা স্পষ্ট করে কিছু জানাননি পুতিন।

এর মধ্যেই পুতিন বলেছেন, ১৯৪৫ সালের মতো জয় আমাদের হবেই। রবিবার সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে অভিনন্দন বার্তায় এই অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। পুতিন বলেন, 'আজ আমাদের সেনারা,তাদের পূর্ব পুরুষদের মতো,কাঁধে কাঁধ মিলিয়ে নাৎসিদের কাছ থেকে নিজেদের ভূখণ্ড মুক্ত করতে লড়াই করছে সেই আত্মবিশ্বাস নিয়ে,যেমনটি ছিল ১৯৪৫ সালে। জয় আমাদের হবেই'।