মিশরে সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

ফানাম নিউজ
  ০৮ মে ২০২২, ১৪:১২
আপডেট  : ০৮ মে ২০২২, ১৪:১৪

সশস্ত্র হামলায় মিশরের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ১১ সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সিনাই পেনিনসুলায় সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির এক সেনা মুখপাত্র।

সম্প্রতি দেশটির সেনাবাহিনীর ওই মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, সিনাই উপত্যকায় সন্ত্রাসীদের রুখতে অভিযান চালানো হচ্ছে। তবে দেশটির সামরিক বাহিনী হামলার সুনির্দিষ্ট জায়গাটি স্পষ্ট করে জানায়নি। উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা জানিয়েছেন ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে হামলার ঘটনা ঘটেছিল, যা সুয়েজ খাল থেকে পূর্ব দিকে বিস্তৃত।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ-আল-সিসি সেনা সদস্যদের নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে অভিযান চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

সূত্র: আল জাজিরা