‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র থাকবে’

ফানাম নিউজ
  ০১ মে ২০২২, ২০:৪১

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার নেনসি পেলোসি শনিবার হঠাৎ করে ইউক্রেনের রাজধানী কিয়েভে যান। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। 

আর জেলেনস্কিকে পেলোসি জানান, ইউক্রেনে যুদ্ধ না থামা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। 

পেলোসির সঙ্গে দেখা করার একটি ভিডিও প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

সেই ভিডিওতে পেলোসিকে বলতে শোনা যায়, আমরা এখানে এসেছি আপনি স্বাধীনতার জন্য যে যুদ্ধ করছেন তার জন্য ধন্যবাদ জানাতে, বোঝাতে এসেছি আমরা যুদ্ধের সম্মুখে আছি এবং আপনাদের লড়াই আমাদের সবার লড়াই। 

পেলোসি আরও বলেন, আরও জানাতে এসেছি এ যুদ্ধ যতদিন শেষ না হবে ততদিন আমরা (যুক্তরাষ্ট্র) পাশে থাকব। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পর স্পিকার নেনসি পেলোসি সবচেয়ে সিনিয়র নেতা। 

তিনি নিজে কিয়েভে এসে জেলেনস্কিকে সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়ে গেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিত দেওয়া হলো রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র আরও বেশি জড়িত হবে।

সূত্র: সিএনএন