‘আমার স্বামী হারতে জানেন না’

ফানাম নিউজ
  ৩০ এপ্রিল ২০২২, ১৫:২১

যুদ্ধ তাকে বদলাতে পারেনি। বরং সারা বিশ্ব দেখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোবল কতটা মজবুত। সেই সঙ্গে পরিষ্কার হয়ে গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন একজন মানুষ যার উপরে ভরসা করা যায়। 

নিজের স্বামী সম্পর্কে এমনই ভূয়সী প্রশংসা শোনা গেল ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার মুখে। পোল্যান্ডের এক সংবাদপত্রকে সাক্ষাৎকারে এভাবেই নিজের মনের কথা খুলে বলেছেন তিনি।

স্বামী তার কাছে নেই দীর্ঘদিন। তবুও প্রতি মুহূর্তে তিনি যে জেলেনস্কির সঙ্গেই রয়েছেন তা পরিষ্কার হয়ে গিয়েছে এই সাক্ষাৎকারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পালটা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে প্রত্যাঘাত হানে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেদিন সকালের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেছেন জেলেনস্কা। তার কথায়, ‘২৪ ফেব্রুয়ারি যখন আমার ঘুম ভাঙল দেখি আমার স্বামী ততক্ষণে তৈরি হয়ে গিয়েছেন। তিনি সহজ গলায় আমাকে বললেন, ‘ওটা শুরু হয়ে গিয়েছে। এরপরই তিনি কিয়েভের অফিসের উদ্দেশে বেরিয়ে যান’।

জেলেনস্কা জানান, সেই থেকে তিনি আর স্বামীকে সামনাসামনি দেখেননি। তিনি বলছেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি থেকে আমি আমার স্বামীকে সেইভাবেই দেখতে পেয়েছি যেভাবে আপনারা দেখেছেন। টিভিতে এবং ভিডিও রেকর্ডিংয়ে তার বক্তৃতায়’। এই মুহূর্তে তাদের দুই সন্তানকে নিয়ে নিরাপদ স্থানেই রয়েছেন জেলেনস্কা। সেকথা জানালেও তারা ঠিক কোথায় রয়েছেন, সেই জায়গাটির নাম বলতে চাননি তিনি।

স্বামীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ জেলেনস্কা। প্রাক্তন এক কৌতুক অভিনেতা থেকে দেশের প্রধান হয়ে ওঠা জেলেনস্কি যেভাবে যুদ্ধের মুখোমুখি হওয়া দেশকে নেতৃত্ব দিচ্ছেন তা অতুলনীয় বলেই মত তার। তিনি বলছেন, ‘যুদ্ধ তাকে বদলাতে পারেনি। তিনি সব সময়ই এমন একজন মানুষ, যাকে ভরসা করা যায়। এমন একজন মানুষ যিনি কখনও ব্যর্থ হন না। যিনি শেষ পর্যন্ত লড়েন। এটা এবার পুরো বিশ্বের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে’।

সূত্র: দেশ রূপান্তর