সংকট মোকাবিলায় এবার শ্রীলঙ্কার পাশে বিশ্ব ব্যাংক

ফানাম নিউজ
  ২৮ এপ্রিল ২০২২, ০৯:০৪

তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। সংকট মোকাবিলায় দাতাদের শরণাপন্ন হচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দ্বীপ রাষ্ট্রটিকে ৬০ কোটি ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। প্রয়োজনীয় আমদানি চাহিদা মেটাতে এ অর্থ দেওয়া হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের গণমাধ্যম বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে জানায়, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্ব ব্যাংক ৬০ কোটি ডলার দিতে রাজি হয়েছে। এর মধ্যে ৪০ কোটি ডলার দ্রুত ছাড় দেবে ব্যাংকটি।

বিশ্বব্যাংক জানিয়েছে, সংকট কাটিয়ে ওঠতে দ্বীপ রাষ্ট্রটিকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

করোনা মহামারি শুরু হওয়ার পরই শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে। গত কয়েক দশকের মধ্যে দেশটি এমন সংকট দেখেনি। এমন পরিস্থিতিতে সেখানে সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। অনেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন।

জানা গেছে, বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় দেশটির সরকার আমদানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় প্রভাব পড়েছে পরিবহনের ওপর। এদিকে বেড়েছে লোডশেডিংও।

তাছাড়া মুদ্রার অবমূল্যায়নের ফলে পণ্যের মূল্য লাফিয়ে বেড়েছে। এমন অবস্থায় সরকার কিছু ফল ও দুগ্ধ পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এর আগে গাড়ি, টাইলসসহ বেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কান সরকার।